নীরেন্দ্রনাথ চক্রবর্তী
নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত আধুনিক বাংলা কবিদের অন্যতম। ১৯ অক্টোবর, ১৯২৪-এ জন্মগ্রহণকারী নীরেন্দ্রনাথ সেন্ট পল ক্যাথেড্রাল মিশন কলেজে পড়াশোনা করেন। তিনি একজন প্রতিভাবান কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং বাংলা সাহিত্যে অমূল্য অবদান রাখেন। তাঁর কবিতায় সমাজের বিভিন্ন সমস্যা, মানুষের জীবন ও সংগ্রামের চিত্রণ বাস্তবিকভাবে তুলে ধরা হয়েছে। ‘উলঙ্গ রাজা’ তাঁর অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের জন্য তিনি ১৯৭৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘অন্ধকার বারান্দা’, ‘নীরক্ত করবী’, ‘নক্ষত্র জয়ের জন্য’ ইত্যাদি। কবিতা ছাড়াও তিনি অনুবাদক এবং উপন্যাসিক হিসেবেও সুপরিচিত ছিলেন। হেরগের ‘দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন’ তিনি বাংলায় অনুবাদ করেছিলেন। কলকাতার বাংগুর এভিনিউতে বসবাসকারী এই বিশিষ্ট সাহিত্যিক ২০১৮ সালের ২৫ ডিসেম্বর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।