Rakibul Islam
Instructor: Mathematics
Total Student:
Total Course:
Co-Founder & COO , BIKO
University Of Rajshahi
Materials Science & Engineering
About me
অজানাকে জানার আগ্রহ খুব ছোটবেলা থেকে আমার। ২০১২ সালের দিকে প্রথম ইন্টারনেট ব্যবহার সুযোগ পারিবারিক স্মার্ট মোবাইলের কারণে।তখন ইন্টারনেট সম্পর্কে অনেক প্রশ্ন জাগলেও সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হয় নি।নবম শ্রেণিতে প্রথম কম্পিউটার কেনা হলে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করার সুযোগ হয়।এই সময়ে আমি ওয়ার্ডপ্রেস,ওয়েবসাইট ও এপ ডেভেলপমেন্ট নিয়ে প্রচুর ঘাটাঘাটি করি এবং এসব বিষয় শেখার চেষ্টা করি।পরবর্তীতে কলেজে উঠার কিছু বন্ধু মিলে একটি এডুকেশনাল ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করি কিন্তু পড়াশোনার চাপে সেটি সম্পূর্ণ করার সুযোগ হয় নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি আইটি রিলেটেড কিছু করার চেষ্টা করি কিন্তু ফলপ্রসূ কিছু করতে পারিনি। কিন্তু ঘটনাক্রমে জয় ভাইয়ের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয় এবং ভাই ওনার আইডিয়া শেয়ার করলে সেটি আমার কাছে চমৎকার লাগে। তখন ভাইয়ের সাথে বিকো কে তৈরি করার কাজে লেগে যাই।এখন বিকোর কাজ প্রায় সম্পূর্ণ শেষ যেটি আমার কাছে অনেক আনন্দের। বিকো এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনারা একাধারে বিভিন্ন কন্টেন্ট এর পাশাপাশি বই, ই-কমার্স, এডুকেশনাল কোর্স ও মেডিকেল সেবা পাবেন যা আমাদের একই প্লাটফর্ম এ সব কিছু পাওয়ার সুযোগ তৈরি করে দেয়।আমি আশা করছি বিকো এর মাধ্যামে বাংলাদেশ প্রযুক্তি খাতে অনেক দূর এগিয়ে যাবে।
আমার কোর্স সূমহ