হুমায়ূন আহমেদ ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক।
জন্ম: ১৩ নভেম্বর, ১৯৪৮, নেত্রকোনা জেলা
মারা গেছেন: ১৯ জুলাই, ২০১২, NYC Health + Hospitals/Bellevue, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
ভাইবোন: মুহম্মদ জাফর ইকবাল, রুখসানা আহমেদ, মমতাজ শাহিদ, সুফিয়া হায়দার, আহসান হাবীব
স্বামী বা স্ত্রী: মেহের আফরোজ শাওন (বিবাহ. ২০০৪–২০১২), গুলতেকিন আহমেদ (বিবাহ. ১৯৭৬–২০০৩)
সন্তান: শীলা আহমেদ, নুহাশ হুমায়ূন, বিপাশা আহমেদ, নোভা আহমেদ, নিশাদ আহমেদ, Ninit Ahmed
নাটক: নক্ষত্রের রাত